Article Published – Computer Bichitra – July 2016 l Freelancer Sultan Hossain
কিভাবে আপনি ফ্রিল্যান্সিং সম্পর্কে জানতে পারলেন এবং ফ্রিল্যান্সিং শুরু করলেন?
আমি ২০০৯ অনলাইনে একটা বিজ্ঞাপন দেখি ফটোশপ এর কাজের জন্য কিছু লোক লাগবে , সপ্তাহে ১০০০ ইমেজ এডিট করে দিতে হবে । আমি ফোন করি , দেখা করি কাজ টা বুঝে নেই , উনি আমাকে একটা ফরম্যাট দিয়ে দেয় আর বলে দেয় এভাবে ইমেজ গুলো কাজ করতে হবে । আমি ইমেজ সব পেন ড্রাইভ এ নিয়ে আসি , বাসায় সবার সাথে ব্যাপারটা শেয়ার করলাম । সবাই বলল যে কাজ টা করতে তো আর টাকা লাগছে না । কাজ শেষে টাকা না দিলে তো ক্ষতি নেই । তাই করলাম । সপ্তাহ শেষে কাজ টা জমা দিলাম সে ভাই সাথে সাথে ২০০০ টাকা দিল , প্রত্যেকটা ইমেজ এডিট ২ টাকা করে । ১ মাসে ইনকাম করলাম ৮০০০ টাকা । তখন থেকেই আমার একটা তিব্র ইছা হল অনলাইনে কিভাবে ইনকাম করা যায় , কিভাবে কি করতে হবে ব্যাপার গুলো ভালো মত জানা ।
আসতে আসতে সব মার্কেট প্লেস গুলো সম্পকে জানলাম । অ্যাকাউন্ট খুলে সাইট গুলো বুঝতে চেষ্টা শুরু করে দিলাম ।
আপনি কত বছর ধরে ফ্রিল্যান্সিং্যের সঙ্গে যুক্ত রয়েছেন?
আমি ৭ বছর ধরে ফ্রিল্যান্সিং্যের সঙ্গে যুক্ত ।
আমার ২ টা ফ্রিল্যান্সিং্যের প্রোফাইল –
https://freelancer.com/u/difan016.html
https://www.upwork.com/fl/sultanhossain
আমি এই পর্যন্ত ১০০০+ কাজ সম্পন্ন করেছি ।
প্রাথমিক পর্যায়ে কি স্বউদ্যোগে আউটসোর্সিং শিখেছিলেন, নাকি কোথাও প্রশিক্ষণ নিয়েছিলেন?
আমি কোন প্রতিষ্ঠান থেকে ফ্রিল্যান্সিং শিখি নি । সব শিখেছি ইউটিউব দেখে দেখে । যখন অনলাইনে জব সার্চ করতাম তখন যেটা পারতাম না সেটা কিভাবে শিখবো সেই নিয়ে বেস্ত হয়ে পরতাম । ফটোশপ , ইলুস্ত্রাতর , ওয়রদপ্রেসস, অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট ইত্যাদি অনেক কাজ শিখি যেগুলো দিয়ে মার্কেট প্লেস এ ইনকাম করা যায় ।
কাজ পাওয়ার জন্য কীভাবে যোগাযোগ ও পরিচিতি প্রতিষ্ঠা করেছিলেন?
কাজ পাওয়ার জন্য দিন রাত বিদ করে যেতাম যখন নতুন ছিলাম । একদম ঘুমাতাম না কেমন জানি একটা নেশা ছিল কিছু করতে হবে , যত কষ্ট এ হোকনা কেন কাজ পেতে হবে ।
জিমেইল , স্কাইপে , টিম ভিউয়ার ব্যাবহার করতাম ফাইল শেয়ার আর যোগাযোগ এর জন্য ।
দিনে কতটা সময় আউটসোর্সিং্যের পেছনে ব্যয় করেন?
আমি সারাদিনে ১০-১২ ঘণ্টা আউটসোর্সিং্যের পেছনে ব্যয় করি । অনেক সময় অনেক বেশী আবার কম ও হয় প্রোজেক্ট এর উপর নির্ভর করে ।
আপনি কী ধরনের কাজ দিয়ে শুরু করেছেন?
আপনি ফটোশপ দিয়ে আমার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু করি ।
বর্তমানে কী কাজ করছেন?
বর্তমানে আমি গ্রাফিক্স ডিজাইনার , ফটো এডিটর , ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছি ।
এই কাজে আপনার প্রতি মাসে কত আয় হয় এবং কত ব্যয় হয়?
ফ্রিল্যান্সিং করে আমি মাসে ৩-৪ হাজার ডলার ইনকাম হয় ।
এতে কোনোধরনের প্রাতিষ্ঠানিক শিক্ষা লাগে কি? যেমন, ইংলিশ জানা কি অত্যাবশ্যক? হিসাব-নিকাশ এবং আর কী কী বিষয় জানতে হয়?
আমি মনে করি ইংলিশ হচ্ছে অত্যাবশ্যক । আমাদের সব কাজ এ হয় আমারিকা , অস্ট্রেলিয়া , কানাডা , লন্ডন ইত্যাদি দেশ থেকে আর ইংলিশ ছাড়া কিছুই সম্ভব না । ইংলিশএ বেসিক লেভেল থাকলেও সম্ভব নিজের চেষ্টা দিয়ে দক্ষতা বারাতে হবে ।
কম্পিউটারে পারদর্শী হতে হবে । ভালো মতো ইন্টারনেট ব্রাউসিং জানতে হবে ।
আপনার সাফল্যের পেছনে কারণ কী?
আমার সাফল্যের পেছনে রয়েছে আমার চেষ্টা , ধৈর্য , নির্ঘুম এমন কত রাত কাজের জন্য চেষ্টা চালিয়ে যাওয়া ।এমন দিন ছিল আমি একটানা ২ দিন ২ রাত ঘুমাইনি । আমার সাফল্যের আরেক কারন হছে আমার স্ত্রী অন্তরা যে আমাকে সব সময়ই সাপোর্ট দিয়ে আসছে ।
আউটসোর্সিং্যে আপনি কী কী স্বীকৃতি পেয়েছেন?
আমি এখনও আউটসোর্সিং্যে কোন স্বীকৃতি পাইনি , নিকট ভবিষ্যতে অবশ্যই পাবো ।
একজন ফ্রিল্যান্সারের কীরকম কমপিউটার হার্ডওয়ার/সফটওয়্যার সাপোর্ট থাকা দরকার?
- Minimum
- Dual Core Processor
- 8 Gb Ram
- Dedicated Graphics for Graphics Designers
- Minimum 19” Brand Monitor Like – Dell etc
- Headphone
- Skype Installed
- Team Viewer Installed
- Gmail Account Mandatory
- Dropbox Account
- Microsoft Office Installed
- Adobe Photoshop
- Adobe Illustrator
নতুন ফ্রিল্যান্সারদের জন্য আপনার পরামর্শ কী?
যারা ফ্রিল্যান্সিং করেতে ইছুক তাদের জন্য আমি বলবো যে অভিজ্ঞ কারো পরামর্শে কাজ শিখতে পারলে ভালো । এখন এত পরিমান ফ্রিল্যান্সিং প্রতিষ্ঠান হয়েছে , সবাই তো র ভালো শিখায় না আর এমন অনেক প্রতিষ্ঠান আছে যারা শুধু বেবসা করার জন্য আসছে । এখন ফেসবুক এ প্রায়ই দেখি মানুষ প্রতারিত হচ্ছে । ফ্রিল্যান্সিং এর নামে চলছে বেবসা ।
আপনি যদি ইংলিশ ভালো জানেন , আপনি ইউটিউব , গুগল থেকে নিজেই সব কিছু জানতে পারেন , শিখতে পারেন । যেটা প্রয়োজন সেটা হছে ধৈর্য , চেষ্টা , আর কিছু করে দেখাব তেমন মন মানসিকতা ।
আপনি যেদিক থেকেই শিখুন না কেন , আগে জেনে নিন , আপনি যাদের কাছ থেকে শিখবেন তারা কি ফ্রিল্যান্সার , তারা কি ইনকাম করছে ।
আমি নিজে ফ্রিল্যান্সিং ট্রেনিং ইন্সিটিউট দিতে যাচ্ছি । ইন্সিটিউট এর কাজ চলছে – সেটা হবে পুরান ঢাকায় ধোলাইখালে – নারিন্দার সামনে । ঈদ এর পর চালু হবে সেপ্টেম্বর এ ।
ইনশাল্লাহ নতুনদের জন্য হবে একটি বিশ্বাসযোগ্য ফ্রিল্যান্সিং প্রতিষ্ঠান ।
https://www.freelancer.com.bd/u/difan016.html
https://www.fiverr.com/difan016
https://www.upwork.com/agencies/~014328e980f44d6d24
https://www.upwork.com/freelancers/~0138b49d45011852d2
https://www.peopleperhour.com/freelancer/sultan/image-background-remove-data-entry/249501
https://www.youtube.com/sultanhossaindifan
https://www.facebook.com/sultan.hossain.difan
https://www.facebook.com/freelancer.sultan.hossain
https://www.facebook.com/sultanitinstitute
https://plus.google.com/u/0/+SultanHossaindifan
https://www.linkedin.com/in/sultan-hossain/