ফাইভারে ১০ মাসে ১৫০০০$ ৪৭৮ অর্ডার l Freelancer Sultan Hossain
আমি ফাইভারে কাজ করছি ১০ মাস ধরে , কিন্তু অ্যাকাউন্ট খুলেছিলাম ২০১৩ । আলহামদুলিল্লাহ ১০ মাসে ১৫০০০+ কাজ করলাম , আগামি ২ মাসের মধে ২০০০০ হয়ে যাবে ইনশাল্লাহ । আমি জানি অনেকে এর থেকেও বেশি ইনকাম হয়, কিন্তু যখন ফ্রীলান্সিং শুরু করেছিলাম , নিজে নিজেই যততুকু বুঝেছি , আস্তে আস্তে এগিয়ে গিয়েছি ।
প্রথমে কাজ শুরু করেছিলাম freelancer.com থেকে । সেখানে ১১০০+ কাজ করেছি , Top Rated হওার পর , চিন্তা করলাম শুধু একটা মার্কেট প্লেস কেন Upwork.com এও চেষ্টা করে দেখি । এর পর , শুরু করলাম Upwork.com এ । বেশি দিন লাগে নি সেখানে Top Rated হতে , এর পর মনে হল এখন ফাইভারেও একটা চেষ্টা করে দেখি ।
এখন মনে হচ্ছে কেন ফাইবারে ২০১১ থেকে কাজ শুরু করলাম না , এতদিনে হয়ত কম হলেও ১০০০০০$ বেশি ইনকাম হত । জানিনা ফাইভার এ Top Rated হতে পারবো কিনা , কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভাল আছি । ২০১০ থেকে এই পর্যন্ত এখন এমন অবস্থা যে কাজ যেটা ভাল লাগে বেছে বেছে নেই , কিন্তু ২০১০-২০১৩ সেই ৩ বছর ছিল সবচেয়ে হার্ড ওয়রকিং টাইম , ইনকাম ও তেমন ছিলনা, ২ বছরে ইনকাম করি ৫০$ , কারন সে ৩ বছর আমি মনে করি , আমার ছিল লারনিং টাইম । যাই হক , আমিতো শুধু আপ্রান চেষ্টা করেছি , রিযিক দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ । সম্মান দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ।
আমি যেটা বুঝি যে স্কিল্ল এই হকনা কেন , কেউ যদি ভাল ভাবে কাজ শিখে , তারপর মার্কেট প্লাসে আসে , তাহলে কোন মার্কেট প্লাসেই কাজের অভাব নাই, অভাব হচ্ছে যোগ্যতার আর ধৈর্যের । সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আরো ভাল করতে পারি ।
https://www.freelancer.com.bd/u/difan016.html
https://www.fiverr.com/difan016
https://www.upwork.com/agencies/~014328e980f44d6d24
https://www.upwork.com/freelancers/~0138b49d45011852d2
https://www.peopleperhour.com/freelancer/sultan/image-background-remove-data-entry/249501
https://www.youtube.com/sultanhossaindifan
https://www.facebook.com/sultan.hossain.difan
https://www.facebook.com/freelancer.sultan.hossain
https://www.facebook.com/sultanitinstitute
https://plus.google.com/u/0/+SultanHossaindifan
https://www.linkedin.com/in/sultan-hossain/
Great article